নিজস্ব প্রতিবেদন : ​করোনা আবহের মধ্যে মুখে মাস্ক পরে গাড়ির উপর উঠে পড়েন রণবীর সিং। গাড়ির উপর উঠে ভক্তদের সঙ্গে কথা বলতে শুরু করেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য, তাঁর সঙ্গে নিজস্বী তোলার জন্য ভক্তরা যেন ঝাঁপিয়ে পড়তে শুরু করেন। করোনা আবহের মধ্য সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে রণবীর সিংয়ের কাছে চলে যান ভক্তরা। অভিনেতাও তাতে আপ্লুত হয়ে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দীপাবলিতে 'ওম জয় জগদীশ' গাইলেন মার্কিন গায়িকা, আলোর উৎসবের শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রীর


গাড়ির ছাদে উঠে ভক্তদের সঙ্গে রণবীর সিংয়র ওই কথপোকথনকে খুব একটা ভাল চোখে নেননি নেটিজেনদের একাংশ। করোনা সংক্রমণ যখন হু হু বাড়ছে, সেই সময় ভক্তদের সঙ্গে ওইভাবে কেন যোগাযোগ করলেন রণবীর সিং, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী, বলিউডর অভিনেতা হয়ে কেন ওই রকম অহেতুক কাজ করলেন রণবীর সিং, তা নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। ফলে সামাজিক মাধ্যমে একের পর এক প্রশ্নের মুখে পড়েন রণবীর।


দেখুন...


 



এদিকে কপিল দেবের বায়োপিক ৮৩ এখনও মুক্তি পায়নি। অন্যদিকে পরিচালক রোহিত শেট্টির সিনেমা সূর্যবংশীতেও অভিনয় করেন রণবীর কিন্তু ওই ছবির মুক্তিও আটকে রয়েছে। এসবের পাশাপাশি করণ জোহরের তখত-এও রণবীর সিংয়ের স্ক্রিন শেয়ার করার কথা রয়েছে।