ওয়েব ডেস্ক: সঞ্জয় লীলা বনশালীর নতুন ছবি পদ্মাবতীর শ্যুটিং ঘিরে দুর্ঘটনা যেন কমছেই না। কখনও সেটে হামলা তো কখনও সেটে ভাঙচুর। আবার ফের পদ্মাবতীর সেটে দুর্ঘটনা ঘটল। তবে এবার আর সেটে ভাঙচুর নয়। এবার শ্যুটিংয়ে আহত হলে ছবির অন্যতম অভিনেতা রণবীর সিং ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, পদ্মাবতী ছবির শ্যুটিংয়ের ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয় করার সময়ে মাথায় আঘাত পান রণবীর সিং। তবে জানা গিয়েছে, আঘাত লাগার পরেও ছবির শ্যুটিং শেষ করেন। এবং এখন সুস্থ আছেন তিনি।


প্রসঙ্গত, পদ্মাবতীর নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। এবং আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনয় করছেন রতন সিংয়ের চরিত্রে।


সলমন খানের ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলারটা দেখেছেন?