মঞ্চে লাফাতে গিয়ে দর্শকদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন রণবীর!
মু্ম্বইয়ের র্যাপার ডিভাইন ও নেজির জীবনের অনুপ্রেরণায় তৈরি জোয়া আখতারের `গলি বয়` ছবিতে অভিনয় করছেন রণবীর সিং। ফিল্মের শ্যুটিং শেষ হয়েছে বেশকিছুদিন আগেই। এবার `গলি বয়` ছবির প্রমোশনের কাজ শুরু করে দিলেন রণবীর সিং।
নিজস্ব প্রতিবেদন: মু্ম্বইয়ের র্যাপার ডিভাইন ও নেজির জীবনের অনুপ্রেরণায় তৈরি জোয়া আখতারের 'গলি বয়' ছবিতে অভিনয় করছেন রণবীর সিং। ফিল্মের শ্যুটিং শেষ হয়েছে বেশকিছুদিন আগেই। এবার 'গলি বয়' ছবির প্রমোশনের কাজ শুরু করে দিলেন রণবীর সিং।
পায়ে স্নিকার, গায়ে কমলা রঙের হুডি টি-শার্ট ও কালো প্যান্ট, আর মুখে সেই চেনা হাসি নিয়ে শনিবার র্যাপার ডিভাইনের সঙ্গে 'গলি ফেস্ট' হাজির হয়েছিলেন রণবীর। মঞ্চেও উঠলেন, ডিভাইনের সঙ্গে মিলে র্যাপ গাইছিলেন, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর হঠাৎই লাফাতে লাফাতে হঠাৎই দর্শকদের গায়ের উপর ঝাঁপ দিলেন রণবীর। তারপর কী হল নিজেই দেখে নিন...
আরও পড়ুন-সমাজ কল্যাণে 'স্তনযুগল' দান করতে চান রাখি, ভাইরাল ভিডিও
এদিন গলি ফেস্টে গিয়ে ভক্তদেরও নিরাশ করেননি রণবীর, অনেকের সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল তাঁকে।
রণবীরের এনার্জির সঙ্গে সঙ্গে অন্যান্যদিনের শোয়ের মতোই জমে উঠেছিল শনিবারের 'গলি ফেস্ট'। প্রসঙ্গত, 'গলি বয়' ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে।
আরও পড়ুন-মুকেশ আম্বানির হাত ধরে বাগদানের অনুষ্ঠানে এলেন মেয়ে ইশা