নিজস্ব প্রতিবেদন: র‌্যাপ আর্টিস্ট এবং সঙ্গীতশিল্পী হার্ড কউরের অ্যাকাউন্ট বন্ধ (সাসপেন্ড) করে দিল টুইটার। ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করায় তাঁর বিরুদ্বে এই ব্যবস্থা নিল টুইটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খালিস্তান আন্দোলনের সমর্থনে সম্প্রতি পোস্ট করা এই ভিডিয়োয় মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করেন হার্ড কউর। এর সঙ্গেই ছিল কিছু আপত্তিকর মন্তব্যও। ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেখতে দেখতে সেটি ভাইরাল হয়ে যায়। এর পরই হার্ড কউরের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।


আরও পড়ুন: পকেটে ছিল ২০০, সেই মুহূর্ত নিয়ে বলতে গিয়ে চোখে জল অক্ষয়ের


এ বছরই জুন মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে কড়া সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। সেই ঘটনায় হার্ড কউরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক অভিযোগে মামলাও করা হয়।