Ratan Tata | Amitabh Bachchan: বিদেশে গিয়ে পকেট ফাঁকা! অমিতাভের থেকে ধার চেয়েছিলেন রতন টাটা...
Amitabh Bachchan: অমিতাভ জানান যে রতন টাটার সঙ্গে একই ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন তিনি। লন্ডনে ল্যান্ড করার পরে রতন টাটা তাঁর থেকে টাকা ধার করেছিলেন। কারণ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মাসে প্রয়াত হয়েছেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমিরেটাস চেয়ারম্যান রতন টাটা। ভারতের অন্যতম এই ধনকুবের একবার টাকা ধার করেছিলেন অমিতাভ বচ্চনের থেকে। রতন টাটার সঙ্গে একই ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময়ে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন এই শিল্পপতি।
আরও পড়ুন- Akshay Kumar | Diwali 2024: দীপাবলির উপহার! অযোধ্যার হনুমানদের জন্য ১ কোটি দান অক্ষয়ের...
জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রায়ই তাঁর জীবনের নানা গল্প শেয়ার করেন মেগাস্টার অমিতাভ। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ প্রতিযোগীদের সঙ্গে অমিতাভের আলাপচারিতা, স্মৃতিচারণ। একটি বিশেষ এপিসোডে রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ তথ্য জানান অমিতাভ। প্রতিযোগীর আসনে ছিলেন বোমান ইরানি ও ফারহা খান।
অমিতাভ জানান যে রতন টাটার সঙ্গে একই ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন তিনি। লন্ডনে ল্যান্ড করার পরে রতন টাটা তার সহযোগিদের কাউকে খুঁজে পাচ্ছিলেন না। জরুরিভিত্তিতে তাঁর একটি ফোন করা প্রয়োজন ছিল। সেই সময় মোবাইলের ব্যবহার ছিল না। অমিতাভ বচ্চন বলেন, "কল করার জন্য তিনি ফোন বুথে যান। আমি ফোন বুথের পাশেই দাঁড়িয়ে ছিলাম। কথা বলার জন্য তিনি আমার কাছে আসেন। তারপর আমাকে বলেন, 'অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা পেতে পারি? একটা কল করার মতো টাকা আমার কাছে নেই।’ ওই সময়ে আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না।”
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাই। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই রতন টাটার সঙ্গে তাঁদের সাক্ষাতের গল্প শেয়ার করেছেন। অন্যদের মতো অমিতাভ বচ্চনও শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেছিলেন, ‘এখন জানতে পারলাম রতন টাটাজি মারা গেছেন। একটি যুগের সমাপ্তি ঘটল। বিভিন্ন ক্যাম্পেনে তাঁর সঙ্গে দারুণ কিছু সময় কেটেছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)