জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর যেখানে IPL ট্রফি জিতেছে দু'বার, সেখানে আরসিবি এখনও ট্রফি জিততে পারেনি। এবি ডিভিলিয়ার্স আইপিএলে তাঁর সিজনের অন্যতম স্টার ক্রিকেটার ছিলেন। সম্প্রতি হল অফ ফেমেও জায়গা করে নিয়েছেন তিনি। KKR বনাম RCB ম্যাচের আগে এবি ডি ভিলিয়ার্স এবং তার স্ত্রী ড্যানিয়েল ডি ভিলিয়ার্স আইপিএলের অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টারদের জন্য একটি মজার কুইক-ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Shah Rukh Khan at Eden| KKRvsRCB: KKR-র ম্যাচ দেখতে ইডেনে শাহরুখ, ফ্যানেদের আবদারে নাচলেন 'ঝুমে জো পাঠান'


তাদের প্রিয় শিল্পী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা একবাক্যে উত্তর দেন, ‘কোল্ডপ্লে’


পছন্দের খাবার? তাঁরা বলেন, ‘সুশি’।


যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁরা এই আইপিএলে কোন দলকে সমর্থন করছেন, তখন ডি ভিলিয়ার্স উত্তর দিয়েছিলেন: RCB


কিন্তু ড্যানিয়েল ডি ভিলিয়ার্স জবাব দিলেন: কেকেআর। এটা শাহরুখ খানের টিম আর শাহরুখ নিখাদ ভালোবাসা।"


হতভম্ব ডি ভিলিয়ার্স বলে উঠলেন "তুমি কি ঠাট্টা করছ?”



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছচ্ছে, কারণ অধিকাংশ দলই দুটি করে ম্যাচ খেলেছে। যদিও এই কথা বলাটা একটু বাড়াবাড়িই বটে। কিছু দল মুগ্ধ করেছে, আবার কিছু দল ধীরগতিতে শুরু করেছে। বিরাট কোহলি ও ফাফ দু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল। এই জয়ে হাসি ফুটেছে এবি  ডি ভিলিয়ার্সের মুখে। সম্প্রতি ICC  হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ডিভিলিয়ার্স। তিনি চান বেঙ্গালুরুর জয়ের ধারা অব্যাহত থাকুক। তবে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স IPL 2023 জিতবে, মনে করেন এই স্টার ক্রিকেটার।


আরও পড়ুন- Srabanti: শ্রাবন্তীর নয়া পথচলা, নেপথ্যে ভিকির বাবা শ্যাম কৌশল, হইচই টলিউডে


প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘরের মাঠে ৮১ রানে জয় দিয়েই অভিযান শুরু করল কেকেআর (KKR)। একটা সময় মনে হচ্ছিল নাইটদের জোড়া ম্যাচ হার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শার্দুল ঠাকুর (Sahrdul Thakur) ও রিঙ্কু সিং (Rinku Singh) ম্যাচটা যে এভাবে ঘুরিয়ে দেবেন, সেটা অতি বড় নাইট সমর্থকও ভাবতে পারেননি। ভাবতে পারেননি এই প্যাঁচপ্যাঁচে গরমেও ইডেনের ৬০ হাজারি গ্যালারি। যারা শুধু বিখ্যাত 'মেক্সিকান ওয়েভ' তুলেই শান্ত থাকলেন না। বেগুনি পতাকার  সঙ্গে 'কেকেআর...'কেকেআর' স্লোগান তুলে বিপক্ষের কান ঝালাপালা করে দিলেন। শার্দুল ও রিঙ্কুর মারকাটারি ব্যাটিং যেখানে শেষ হল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল সুনীল নারাইন (১৬/২) ও বরুণ চক্রবর্তীর (১৫/৪) স্পিন ম্যাজিক। আগেই জোড়া ধাক্কায় চাপে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chellengers Bangalore)। দুই প্রান্ত থেকে দুই নাইট বোলারের স্পিন জাদুর মায়াজালে জড়িয়ে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে গেল আরসিবি (RCB)। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)