নিজস্ব প্রতিবেদন : রেখার বাংলোর এক নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত। তাই এবার করোনা পরীক্ষা করাতে চলেছেন অভিনেত্রী নিজেও। তবে BMC-র তরফে তাঁর করোনা টেস্ট করা হোক সেটা অভিনেত্রী চাননা বলে জানা যাচ্ছে। তিনি নিজেই চিকিৎসকের পরামর্শে, ব্যক্তিগত উদ্যোগে COVID-19 টেস্ট করাবেন এবং সেই টেস্টের রিপোর্ট BMC-র হাতে তুলে দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BMC-র তরফে এক আধিকারিক রেখান নাম না করে জানান, উনি নিজেই ব্যক্তিগতভাবে টেস্ট করাতে চান, BMC-তরফে উনি টেস্ট করাবেন না বলে জানিয়েছেন। তবে তিনি টেস্ট না করালেও BMC-র তরফে তাঁর বাড়ির অন্যান্য কর্মীদেরও টেস্ট করানো হয়েছে। তিনি আরও জানান, রেখার বাংলোর পুরোটা সিল করা হয়নি। একটি অংশ, যে দিকটা তাঁর বাড়ির কর্মীরা থাকেন, সেই দিকটি সিল করা হয়েছে। রেখার বাড়ির করোনা আক্রান্ত নিরাপত্তারক্ষীকে বান্দ্রার জাম্বো ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আরও পড়ুন-করোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা, দ্বিতীয়বার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ



আরও পড়ুন-'স্বামীর থেকেও বেশি উপার্জন করি', 'গোল্ড ডিগার' আক্রমণের জবাব দিলেন মোনালি


এদিকে রেখার প্রতিবেশী, গীতিকার ও লেখক জাভেদ আখতারের বাড়ির কর্মীদেরও BMC-র তরফে করোনা টেস্ট করানো হয় বলে খবর। প্রসঙ্গত, লকডাউনের মধ্যে করণ জোহর, জাহ্নবী কাপুরের বাড়ির কর্মীদেরও করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছিল। তবে পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন।