নিজস্ব প্রতিবেদন:  চলে গেলেন ‘শোলে’ খ্যাত কালিয়া অর্থাত্ বিজু খোটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৩ অক্টোবর থেকে যাত্রী নিয়ে ছুটবে নয়াদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস


সোমবার সকালে মাল্টিপল অরগ্যান ফেলিওর-এ ৭৭ বছর বয়সে মারা গেলেন খোটে। শোলের ‘কালিয়া’ ও আন্দাজ আপনা আপনার ‘রবার্ট’ এখনও গেঁথে রয়েছে দর্শকের মাথায়। তিন সঙ্গীর সঙ্গে গব্বর সিংয়ের 'কিতনে আদমি থে' ডায়লগের মধ্যেই রয়েছে কালিয়ার সেই কনফেশন-হাম আপকে নমক খায়ে হ্যায় সর্দার। 


খোটের ভাইঝি অভনেত্রী ভাবনা বালসাভার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোমবার সকাল ৬.৫৫ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শেষদিকে তাঁর অধিকাংশ অঙ্গই আর কাজ করছিল না। হাসপাতালে থেকে মারা যেতে যাননি। তাই সম্প্রতি তাঁকে আমরা হাসপাতাল থেকে ঘরে এনেছিলাম


আরও পড়ুন-বন্যায় দেশজুড়ে মৃত শতাধিক, বিহার জারি রেড অ্যালার্ট, কেন্দ্রের সাহায্য চাইলেন নীতীশ


একসময়ে বলিউডে ঝড় তোলা ‘কালিয়া’ অভিনয় করেছেন আরও অনেক হিট ছবিতে। হিট ছবি কায়ামত সে কায়ামত তক, ভেন্টিলেটর ছাডা়ও মোট ৩০০ ছবিতে অভিনয় করেছেন খোটে।



সম্প্রতি এক সাক্ষতকারে খোটে বলেন, শোলের কালিয়া খুবই ছোট চরিত্র ছিল। এরপর বহু চরিত্র করেছি। কিন্তু তাদের নাম মনে করতে পারি না।