কণ্ঠরোধ নয়, প্রজাতন্ত্র দিবসে বার্তা Mimi-র
দেবও শুভেচ্ছা জানান প্রজাতন্ত্র দিবসে
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। ২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকারা। দেব থেকে মিমি, টলিউড তারকাদের প্রত্যেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব অধিকারী (Deb)।
দেখুন..
দেবের পাশাপাশি মিমি চক্রবর্তীও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী বলেন, কেউ যেন কারও কণ্ঠরোধ করতে না পারেন। প্রত্যেকে যেন সৎ, শ্রদ্ধাশীল হতে পারেন একে অপরের প্রতি, প্রজাতন্ত্র দিবসে সেই অঙ্গীকারই করা হোক বলেও মন্তব্য করেন মিমি।
দেখুন...
প্রসঙ্গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর ক্ষোভে ফুঁসে ওঠেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ভিক্টোরিয়ার মতো হেরিটেজ ভবনে অনুষ্ঠানের পর কেন সেই জায়গা পরিষ্কার করা হল না,তা নিয়ে প্রশ্ন তোলেন মিমি। পাশাপাশি শাসক বলেই কি ভিক্টোরিয়ার মতো হেরিটেজ ভবনে অনুষ্ঠান করে, সেখান আবর্জনা ছড়িয়ে রেখে সবাই পার পেয়ে গেলেন? এমন প্রশ্নও তোলেন মিমি।
আরও পড়ুন : নোংরা ভিক্টোরিয়া চত্বর, ক্ষোভ উগরে শাসককে বিঁধলেন মিমি
প্রসঙ্গত নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কেন 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়া হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নুসরত জাহান। একটি সরকারি অনুষ্ঠানকে কেন রাজনৈতিক মাত্রা দিতে চাওয়া হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নুসরত। নুসরতের পর মিমিও নেতাজি জয়ন্তীতে পরিবেশ দূষিত করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।