নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মামলায় নয়া মোড়। বিস্ফোরক দাবি বিজেপি নেতার। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত দাবি করেছেন, ১৩ জুন রাতে সুশান্তের সঙ্গে দেখা করেছিলেন রিয়া চক্রবর্তী। এই মামলায় তিনি প্রয়োজনে CBI-কে সাহায্য করতে চান বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের দাবি, ১৩ জুন রাতে রিয়াকে বাড়ি ছেড়ে দেন সুশান্ত। যে প্রত্যক্ষদর্শী রিয়া-সুশান্তকে একসঙ্গে দেখেছেন, তিনি একথা জানিয়েছেন। বিবেকানন্দ গুপ্তের কথায়, ''১৩ জুন একজন রাজনীতবিদের জন্মদিনের পার্টি ছিল। এবিষয়ে আরও এক রাজনীতিবিদ টুইটও করেছিলেন, কীভাবে লকডাউনে পার্টি চলতে পারে। এর অর্থ ওই মন্ত্রী জানেন যে ওখানে পার্টি ছিল এবং কারা সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী আমায় জানিয়েছেন, ১৩ জুন রাত ২-৩ টের মাঝে সুশান্ত রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন। আর রিয়া দাবি করে যাচ্ছেন ৮ জুনের পর থেকে সুশান্তে সঙ্গে তাঁর যোগাযোগ নেই, ১৪ জুন সুশান্তকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। যে তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করছে, তাঁদের এবিষয়টি খেয়াল করা প্রয়োজন।''


আরও পড়ুন-রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার! ১০ বছর জেল হতে পারে রিয়ার?


বিজেপি নেতা আরও জানিয়েছেন, ''CBI যদি আমায় ফোন করে, তাহলে আমি প্রত্যক্ষদর্শীর পরিচয় CBI-কে দেব। তবে মুম্বই পুলিসকে কোনও কিছু বলতে চাই না।''