নিজস্ব প্রতিবেদন : অবশেষে মুম্বই পৌঁছলেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি। শনিবার রাতে, তিনি ঋষি কাপুরের মুম্বইয়ের বাড়িতে পৌঁছোন। সেখানে রয়েছেন মা নীতুু কাপুর, ও ভাই রণবীর কাপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু ঋদ্ধিমা নন, তাঁর সঙ্গে দিল্লি থেকে মুম্বই পৌঁছোন তাঁর মেয়ে সামারা। তাঁদের সঙ্গে আরও এক মহিলাকে দেখা গেলেও ঋদ্ধিমার স্বামী ভারত সাহানিকে অবশ্য দেখা গেল না। বাবা ঋষি কাপুরের মৃত্যুর খবরে প্রশাসনের তরফে ঋদ্ধিমার অনুরোধ মেনে তাঁকে দিল্লি থেকে মুম্বই আসার অনুমতি দেওয়া হয়। তবে করোনার প্রকোপের কারণেই বিশেষ বিমানে মুম্বই পাড়ি দেওয়ার অনুমতি ঋদ্ধিমা পাননি। সড়ক পথেই দিল্লি থেকে মুম্বই পৌঁছোন ঋদ্ধিমা,  যেকারণে তাঁর সময় লেগেছে প্রায় ২৩ ঘণ্টা। গত শুক্রবার মেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন ঋদ্ধিমা। পৌঁছোন শনিবার রাতে। 




গত দুবছর লিকেমিয়ার সঙ্গে লড়াই করার অবশেষে ৩০ এপ্রিল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। বাবাকে শেষবারের মতো দেখার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হয়নি ঋদ্ধিমার। আলিয়ার ভিডিয়ো কলে বাবা ঋষি কাপুরের শেষকৃত্য দেখেন ঋদ্ধিমা।