Abhishek Chatterjee-Rituparna Sengupta: `অর্থসাহায্য দূর,ব্যক্তিগত শোকবার্তাও পাঠাননি` অভিযোগ অভিষেকের স্ত্রীর, মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত
সংযুক্তা বলেছিলেন যে,‘ওঁর চলে যাওয়ার পর আমার পরিচিতরাই আমায় বলছিল,এক অভিনেতা নাকি তোমায় ১০ লক্ষ টাকা দিয়েছে। যে অভিনেতার কথা বলা হচ্ছে সেই অভিনেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো ছিল না। এমনকী অভির কেরিয়ার শেষ করে দিতে সেই অভিনেতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরও এক নায়িকা নাকি পাঁচ লক্ষ টাকা দিয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: অভিষেকের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। গত ২৪ মার্চ ভোর রাতে প্রয়াত হয়েছেন টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি(Industry)। এরপরই গুঞ্জন ছড়ায় যে অভিষেকের মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় লেখেন সংযুক্তা।
অভিনেতার শ্রাদ্ধ অনুষ্ঠানে নাম না করেই অভিষেকের স্ত্রীর আক্রমণের তির ছিল ইন্ডাস্ট্রির দুই অভিনেতার দিকে। আগেই তিনি লিখেছিলেন যে, 'অভিষেক তাঁর পরিবারের জন্য সম্স্ত বন্দোবস্ত করে গেছেন। তাঁর অবর্তমানেও তাঁর পরিবার আর্থিকভাবে স্বচ্ছল। আমি নিজেও ব্রিটেনের একটি ফিনটেক ফার্মে চাকরি করি। আমাকে অভিষেকের ইন্ডাস্ট্রির বন্ধুরা আর্থিক সাহায্য করেছে বলে যে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি তার বিরোধিতা করছি। এগুলো সত্যি নয়। কেউ আমাদের কোনও সাহায্য করতেও চায়নি আর অভিষেক চ্যাটার্জির পরিবারের কোনও আর্থিক সাহায্যের দরকারও নেই।'
সংযুক্তা বলেছিলেন যে,‘ওঁর চলে যাওয়ার পর আমার পরিচিতরাই আমায় বলছিল,এক অভিনেতা নাকি তোমায় ১০ লক্ষ টাকা দিয়েছে। যে অভিনেতার কথা বলা হচ্ছে সেই অভিনেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো ছিল না। এমনকী অভির কেরিয়ার শেষ করে দিতে সেই অভিনেতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরও এক নায়িকা নাকি পাঁচ লক্ষ টাকা দিয়েছে। আমি নাম নিচ্ছি না, তারা তো শোকবার্তাও পাঠায়নি ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য তো দূরের কথা।’ নাম না নিলেও বোঝা যায় যে কোন দুই অভিনেতার কথা বলেছেন তিনি।
সংযুক্তার এই কথার বিরোধিতা করেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন যে, 'আমি শুনলাম অভিষেকের মৃত্যুর পর নানা বির্তক হয়েছে আমি নাকি সমবেদনা জানাইনি এমন কথাও উঠেছে। নিজে ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, এমনকী ওঁর স্ত্রী জানালো সেদিন ওঁ শ্যুটিংয়েই যেতে চায়নি। যাই হোক, আমি চাইব এই জন্মে ওঁর মনে যা ক্ষোভ ছিল তা মিটে যাক। যেমন জ্বলজ্বল করত এই জন্মে, পরের জন্মেও যেন তাই করতে পারে।'
আরও পড়ুন: Sidharth-Kiara: সিদ্ধার্থ-কিয়ারার বিচ্ছেদ! গুঞ্জনে ইতি টানলেন অভিনেতা