সুচিত্রার `দত্তা`র রিমেকে নায়িকা ঋতুপর্ণা
ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে।
নিজস্ব প্রতিবেদন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দত্তা' অবলম্বনে ছবি বানিয়েছিলেন পরিচালক অজয় কর। ছবিতে বিজয়ার চরিত্রে দেখা গিয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনকে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জের মতো কিংবদন্তি অভিনেতাকে। সেই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে।
ফের একবার পর্দায় উঠে আসতে চলেছে দত্তা। এবার বিজয়ার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদ, জয় সেনগুপ্ত ও বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতাকে। এছাড়াও গুপুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবলীনা কুমার। এই ছবির পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। সম্প্রতি, শান্তিনিকেতনে হয়েছে 'দত্তা' ছবির শ্যুটিং।
আরও পড়ুন-ভোট কেন দেননি? প্রশ্নের এই উত্তরই দিলেন অক্ষয়
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
ছবি সৌজন্য়- ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক
জানা যাচ্ছে ছবিতে নরেনের ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে, যে চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিলাসের ভূমিকায় থাকছেন ফিরদৌস, যে চরিত্রে দেখা গিয়েছিল শমিত ভঞ্জকে। আর বিশ্বজিৎ চক্রবর্তীকে দেখা যাবে রাসবিহারীর চরিত্রে। যে চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্তের মতো অভিনেতা।
আরও পড়ুন-পঞ্জাবি রীতিতেই বিয়ে করলেন শ্রাবন্তী, দেখুন বিয়ের সমস্ত ছবি
ছবি- জয় সেনগুপ্তের ফেসবুক
ছবি- জয় সেনগুপ্তের ফেসবুক
গত বছর (২০১৮ সাল) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা উপন্যাসের ১০০ বছর পূর্তি হয়েছে। সেকথা মাথায় রেখেই পরিচালক নির্মল চক্রবর্তী 'দত্তা' ছবিটি বানানোর কথা ভাবেন বলে জানা যাচ্ছে। ছবির কস্টিউম ডিজাইন করেছেন সর্বাণী দাস। চিত্রনাট্য লিখেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা' উপন্যাসের গল্প ব্রহ্ম যুবতী বিজয়াকে ঘিরে আবর্তিত হয়। সেই গল্পই ধরা পড়বে এই ছবিতে। গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে এই বছরই দত্তা ছবিটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-এই জার্মান ব্যবসায়ীর সঙ্গেই প্রেম করছেন গায়িকা মোনালি ঠাকুর