করোনা মোকাবিলায় দিনরাত এক করছেন, ৮ হোটেলে পুলিস কর্মীদের খাবারের বন্দোবস্ত করলেন রোহিত শেঠি
কঠিন এই পরিস্থিতিতে পুলিস কর্মীদের পাশে দাঁড়ালেন বলিউডের পরিচালক রোহিত শেঠি।
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপ আটকাতে গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতিতে সব মানুষ যখন ঘরবন্দি, তখনও নিজেদের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন চিকিৎসক ও পুলিস কর্মীর মতো জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কিছু মানুষ। কঠিন এই পরিস্থিতিতে পুলিস কর্মীদের পাশে দাঁড়ালেন বলিউডের পরিচালক রোহিত শেঠি।
জানা যাচ্ছে, মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের ৮টি হোটেলে পুলিস কর্মীদের জন্য প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, থেকে রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন রোহিত শেঠি। কর্মরত অবস্থায় শহরের এই ৮টি হোটেলে মুম্বই পুলিসের সমস্ত সদস্যরা খাওয়াদাওয়া করতে পারবেন। এক্ষেত্রে সমস্ত খরচ বহন করবেন পরিচালক রোহিত শেঠি। পাশে দাঁড়ানোর জন্য পরিচালক রোহিত শেঠিকে মুম্বই পুলিসের তরফে ধন্যবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন-বাড়িতে হাজির CID-র ACP প্রদ্যুমান, বন্দুক হাতে লতা মঙ্গেশকর
প্রসঙ্গত, ফিল্মি দুনিয়ায় রোহিত শেঠির সঙ্গে পুলিসের সম্পর্ক বহুদিনের বলা যেতে পারে। পুলিসদের নিয়ে 'সিংঘম', 'সিংঘম রিটার্নস', 'সিম্বা'র মতো একাধিক ছবি বানিয়েছেন পরিচালক। আর এই সবকটি ছবিই হিট। খুব শীঘ্রই মুক্তি পাবে রোহিত শেঠির 'সূর্যবংশী' ছবিটি।
আরও পড়ুন-স্ত্রী ও দুই সন্তানের থেকে আলাদা থাকছেন অভিনেতা বিশ্বনাথ, কেন?