সুস্মিতাই `সম্পূর্ণ` করেছেন, বছর শেষে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত বাঙালি-কন্যার
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন সুস্মিতা সেন
নিজস্ব প্রতিবেদন : বছর শেষে (Rohman Shawl) রোহমানকে যেন ভালবাসায় ভরিয়ে দিলেন সুস্মিতা৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বন্ধু রোহমানের সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সুস্মিতা৷ যেখান রোহমানকে বাবুস বলে সম্মোধন করতে দেখা যায় বাঙালি-কন্যেকে৷
আরও পড়ুন : কথায় কথায় চোখে জল, ক্যামেরার সামনে এত কাঁদছেন কেন সলমন খান?
দেখুন সেই ছবি...
শুধু সুস্মিতা নন, রোহমানও নিজের (Instagram) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালবাসার মানুষের সঙ্গে ছবি শেয়ার করেন৷ যেখানে সুস্মিতার সঙ্গে একেবারে একান্তে সময় কাটাতে দেখা যায় রোহমানকে৷
গত বছর দীপাবলি পার্টিতে প্রথম (Sushmita Sen) সুস্মিতা সেনের সঙ্গে দেখা যায় রোহমান শলকে৷ তবে প্রথমে পরিচয় না দিলেও, পরে নিজের বন্ধু হিসেবে রোহমানের পরিচয় প্রত্যেকের সঙ্গে করিয়ে দেন৷ জানা যায়, রোহমানের প্রেমেই মজেছেন (Bollywood) বলিউড অভিনেত্রী৷ রোহমান এবং দুই মেয়ে রিনি এবং আলিশাকে নিয়ে আপাতত নিজের ফ্ল্যাটেই থাকছেন সুস্মিতা৷ মাঝে মধ্যেই সেই ছবি প্রকাশ্যে আনেন সুস্মিতা৷
আরও পড়ুন : নিকের সঙ্গে অন্তরঙ্গ, সমুদ্রের পাশে বসে পানীয়ে চুমুক প্রিয়াঙ্কার, ভাইরাল ছবি
রেহমানের সঙ্গে সম্পর্কের পর সুস্মিতা সেন সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে শোনা যায়৷ যদিও ১৪ বছরের ছোট বন্ধুর সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন সুস্মিতা, সে বিষয়ে বাঙালি-কন্যা স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ তবে এই মুহূর্তে রোহমানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে ঘর বাঁধার কোনও পরিকল্পনা নেই বলে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সুস্মিতা সেন৷