নিজস্ব প্রতিবেদন: গত ১৯ এপ্রিল অর্থাৎ ৪ঠা বৈশাখ পঞ্জাবি রীতিতে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৩ এপ্রিল কলকাতাতেও ফিরেছেন অভিনেত্রী। বিয়ের পর রোশন ও শ্রাবন্তী দুজনেই আপাতত যে যার নিজের কাজে ব্যস্ত। সম্প্রতি, শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের সঙ্গে ছবি পোস্ট করেছেন রোশন সিং। ছবিতে অবশ্য শুধু ঝিনুক নয়, আরও বেশ কয়েকজন অল্পবয়সী যুবককে দেখা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জিতুকমলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন 'মহাপীঠ তারাপীঠ' অভিনেত্রী নবনীতা, দেখুন ছবি




রও পড়ুন-তারাপীঠের মন্দিরে পুজো দিলেন কোয়েল মল্লিক, সঙ্গে হাজির রঞ্জিত মল্লিক



শ্রাবন্তীর কথায় অবশ্য, রোশনের সঙ্গে তাঁর ছেলে ঝিনুকের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। এমনকি রোশনের সঙ্গে বিয়েটা ছেলে ঝিনুকের মতামত নিয়েই তিনি করেছেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী শ্রবন্তী চট্টোপাধ্যায়।


প্রসঙ্গত, রোশন সিং একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। পাশাপাশি একটি জিমের মালিক বলে জানা যায়। শোনা যায়, জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে আলাপ শ্রাবন্তীর। সেখান থেকেই বন্ধুত্ব। বিয়ের পর আপাতত শ্রাবন্তী রোশন থাকছেন তাঁদের নতুন কেনা আরাবানার ফ্ল্যাটে। 


আরও পড়ুন-হট ফটোশ্যুটে শুভশ্রী, পোস্ট করলেন ফটোশ্যুটের ভিডিয়ো