Sherlock Holmes-Srijit Mukherji: সৃজিতের শার্লক সিরিজে রুদ্রনীল, শ্যুটিং শেষে কী বললেন অভিনেতা?
আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমস বিবিসি ইন্ডিয়ার ষষ্ঠ সফল সিরিজ হতে চলেছে বলে ধারনা বিশেষজ্ঞদের। বোলপুরের পাশাপাশি কলকাতা এবং মাসাঞ্জোরেও জায়গা বেছে রেখেছেন সৃজিত। একমাস পর সেখানেই শ্যুটের শেষ দিন ছিল রুডির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিবিসি স্টুডিও সবুজ সংকেত দিয়েছে ভারতে শার্লক হোমসের অ্যাডাপ্টেশনের ভিত্তিতে নতুন কাজের জন্য। আর তারপরেই স্যর আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস-কে পর্দায় আনছেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলা থেকে বার্লিন, দর্শকদের বরাবরের পছন্দের এই বুদ্ধিদীপ্ত গোয়েন্দা। কে কে মেনেনকে দেখা যাবে শার্লক হোমসের ভূমিকায়। আর তাঁর বন্ধু ডক্টর জন ওয়াটসনের চরিত্রে থাকবেন রণবীর শোরে। ইতিমধ্যে শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।
তবে েএই স্টারকাস্টের পাশাপাশি ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষও। এদিন শান্তিনিকেতনে শার্লকের শ্যুটের শেষ দিন ছিল তাঁর। কাজ শেষ করে আবেগঘন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় কে কে মেনন ও রণবীর শোরের সঙ্গে ছবি শেয়ার করে রুদ্র লিখলেন, "শিক্ষকদের" সাথে কাজের শেষে!!! প্রিয় অভিনেতা কে কে মেনন ও রণবীর সোরে। প্রায় এক মাস ধরে একসাথে কাজ হল। আজ শেষ দিন ছিল আমার। কাজের ফাঁকে আড্ডা গল্পের মাঝেও কি করে জীবন্ত চরিত্র হয়ে উঠতে হয়,গভীরতায় ডুব দিতে হয় তা আরো বেশী করে শিখলাম। ধন্যবাদ প্রিয় পরিচালক বন্ধু সৃজিত মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন, Byomkesh O Durga Rahasya: 'দূর্গরহস্য' ভেদে নামছেন দেব, পাশে সত্যবতী রুক্মিণী