নিজস্ব প্রতিবেদন : কখনও করোনা পরিস্থিতি নিয়ে, আবার কখনও বিদ্যুতের বেলাগাম বিল নিয়ে ইলেক্ট্রিক পাঁচালী, বর্তমানে সাধারণ মানুষের অবস্থা নিয়ে একের পর এক কবিতা লিখতে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষকে। কখনও ব্যাঙ্গ করে সমাজের অবস্থাকে তুলে ধরছেন, আবার কখনও নিজের চোখে দেখা অভিজ্ঞতার প্রতিফলন ঘটছে তাঁর কবিতার মাধ্যমে। এবার সেই প্রভাব পড়ল অভিনেতার করোনা সংক্রান্ত চিকিতসার বিল নিয়ে তৈরি করা কবিতায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ক্যামেরার সামনে কেঁদে ফেললেন ঐশ্বর্য রাই বচ্চন, দেখুন ভিডিয়ো


দেখুন...


 



আরও পড়ুন  : প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকনকে তলব করতে পারে মুম্বই পুলিস?


যে কবিতায় প্রাইভেট হাসপাতালগুলি যেভাবে করোনার চিকিতসা করে সাধারণ মানুষকে বিল ধরাচ্ছে, সেই ছবি তুলে ধরেন টলিউড অভিনেতা। যেখানে করোনার চিকিতসা করা মানুষের কাছে একটি বড় অঙ্কের বিল ধরিয়ে দিতে দেখা যাচ্ছে প্রাইভেট হাসপাতালগুলিকে। পাশাপাশি প্রাইভেট হাসপাতালগুলি করোনার চিকিতসায় নিজেদের তৈরি করা বিলে মর্জিমাফিক অঙ্ক বসিয়ে মানুষকে ধরিয়ে দিচ্ছেন বলেও নাম না করেই অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ।