নিজস্ব প্রতিবেদন : অবশেষে প্রায় ২০ বছর পর ফের নাটকের নির্দেশনায় ফিরছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। নাটকের নাম 'ব্যতিক্রম'।  এই নাটকে সহ নির্দেশক হিসাবে থাকবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কন্যা সোহিনী সেনগুপ্ত। অভিনয়ে রয়েছেন নান্দীকারের সদস্যরা। একথা নিজেই জানিয়েছেন সোহিনী সেনগুপ্ত। 'ব্যক্তিক্রম' নাটকটি একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আগামী ১১ ফেব্রুয়ারি গিরীশ মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন সোহিনী। এর আগেও বহু নাটকের নির্দেশনা দিয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তবে দীর্ঘদিন তিনি নাটকের নির্দেশনা থেকে দূরেই ছিলেন। নাটকের পরিচালনা ছাড়াও বহু নাটকে অভিনয় করেছন তিনি।


১৯৬১ সালে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রথম নন্দীকারে যোগ দেন। ১৯৭০ সালে তিনিই নান্দীকারের পরিচালনার দায়িত্ব পান। ১৯৮০ সালে জাতীয় পুরস্কারও পান রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তাঁর স্ত্রী স্বাতীলেখা সেনগুপ্ত এবং মেয়ে সোহিনী সেনগুপ্ত দুজনেই নাট্য জগতের অন্যতম পরিচিত নাম।


আরও পড়ুন- সিনেমা নির্দশকের ভূমিকায় এবার সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত