অয়ন ঘোষাল: স্টার থিয়েটার যার বদান্যতায় তৈরি, সেই বদান্যতার ১৪২ বছর পর, নাম পরিবর্তিত স্টার, যা আজকের নটি বিনোদিনী থিয়েটার, সেখানেই নটি বিনোদিনী ছবির পোস্টার লঞ্চ করলেন ছবির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং পরিচালক রামকমল মুখার্জি (Ram Kamal Mukherjee) । অত্যন্ত চ্যালেঞ্জিং এই ছবি। প্রথমত বিনোদিনী কাল্পনিক নন, একটি ঐতিহাসিক চরিত্র। যাকে নিয়ে গবেষণা আছে। থিসিস আছে। প্রচুর প্রচুর মানুষ তাঁর জীবন সম্পর্কে সম্যক অবগত। তাদের কাছে নিজে বিনোদিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁত বিনোদিনী কে পর্দায় পেশ করা রীতিমতো চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত, হালফিলের বাংলা ছবির বাজারে নারী কেন্দ্রিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অতএব ২০১৯ সাল থেকে ছবি তৈরির চেষ্টা করেও বাজেট পাওয়া যাচ্ছিল না। প্রযোজকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। দেব এই ছবির পরিচালকের কাছে সমস্যার কথা জানতে পেরে ছবি প্রযোজনার দায়িত্ব নেন। জানালেন রুক্মিণী। আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। রামকমল মুখোপাধ্যায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি। তার আগে বুধবার প্রকাশ পেল ছবির পোস্টার। হাজির ছিলেন ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সুরকার সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ (Sourendro-Soumyojit)।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)