নিজস্ব প্রতিবেদন: ফের নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রে একের পর এক Covid19-এ আক্রান্ত হওয়ার খবর মিলছে, যার রেস পৌঁছেছে বি-টাউনেও। মুম্বইয়ে শ্যুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণেই সেকথা সকলকে জানাতে পারেননি অভিনেত্রী। তবে এবার তিনি সেকথা খোলসা করেছেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রুক্মিণী মৈত্র তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ''২১ দিন আগে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে আমার মায়ের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।  শরীরিক পরিস্থিতির কারণেই আমি প্রেস বিবৃতি দিয়ে একথা জানাতে পারিনি। ১৪ দিন পর আমার Covid-টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। আমি এখন অনেকটাই সুস্থ। খুব শীঘ্রই কাজ শুরু করব। সকলের ভালোবাসা শুভেচ্ছার জন্য ধন্যবাদ।''


আরও পড়ুন- প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা



প্রসঙ্গত, বিপুল শাহ প্রযোজিত হিন্দি ছবি 'সনক'-এর শ্যুটিং করছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামাল-এর বিপরীতে দেখা যাবে রুক্মণীকে। 'সনক' ছবিতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে। 


আরও পড়ুন-গাড়ি ও বাড়ির জন্য দেড় কোটিরও বেশি টাকার ঋণের বোঝা Raj-র মাথায়