Moheener Ghoraguli: ‘গানজীবনের অনন্ত পথ চলা থেমে গেল বললে মারাত্মক ভুল হবে…’
Rupam Islam And Sidhu on Bapida: রবিবার সকালে প্রয়াত মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের শেষ ঘোড়া তাপস বাপি দাস। তাঁর মৃত্যুতে মনখারাপ গোটা সংগীত দুনিয়ার। ক্যানসারে ভুগছিলেন শিল্পী। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বাংলার ব্যান্ডকূল, তবে শেষরক্ষা হল না।
Moheener Ghoraguli, Tapas Das, Bapida, Rupam Islam, Sidhu, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালেই এল মনখারাপের খবর। এক যুগের অবসান ঘটিয়ে প্রয়াত মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের শেষ সদস্য তাপস দাস। যাঁকে সংগীতমহল বাপিদা বলেই ডাকত। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতজগত।
আরও পড়ুন- Mohiner Ghoraguli | Tapas Bapi Das: এক যুগের অবসান, প্রয়াত ‘মহীনের’ শেষ ঘোড়া বাপিদা!
লাং ক্যানসারের থার্ড স্টেজে ছিলেন তিনি, চলছিল কেমো। চিকিৎসার খরচ যোগান দিতে নাজেহাল পরিবারের পাশে দাঁড়াতে প্রিয় বাপিদার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থণা করেন সিধু, গৌরব চট্টোপাধ্যায়, অর্ক মুখোপাধ্যায়। এরপর রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় জানান, বাপিদার চিকিৎসাভার কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে গত ৩ জানুয়ারি এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন রূপম। সেই সময় রূপম জানিয়েছিলেন যে কোনও রাজনৈতিক দলের সাহায্য নিতে চাননি বাপিদা, তাই রাজ্য সরকারের তরফেই তাঁকে সাহায্য করা হচ্ছে। তিনি ধন্যবাদও জানান সরকারকে।
রবিবার বাপিদের চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা সংগীত দুনিয়া। রূপম ইসলাম তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু…সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপীদা— সশরীরে তুমি আর নেই— কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক’।