জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ৬ বছর পর কলকাতায় কনসার্ট করলেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস(James)। শুধু বাংলাদেশ নয়, নগরবাউল জেমসের জনপ্রিয়তা কলকাতাতেও তুঙ্গে। অন্যদিকে তুমুল জনপ্রিয় রকার রূপম ইসলাম(Rupam Islam)। সম্প্রতি কলকাতায় একই মঞ্চে কনসার্ট করলেন এই দুই রকস্টার। সাক্ষী থাকল কয়েক হাজার দর্শক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Parambrata Chatterjee: 'সোশ্যাল মিডিয়া খাপ-পঞ্চায়েত, বেকারদের দরবার!', সোনার কেল্লায় দাঁড়িয়ে খাপ্পা পরম


রকস্টার জেমস এবং রকার রূপম ইসলাম, তাঁদের ভক্তসংখ্যা ছড়িয়ে-ছিটিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এবার রূপম জানালেন যে তিনি কার ফ্যান। ফ্যান বললে ভুল হবে কারণ তাঁকে মহাগুরু তকমা দিয়েছেন রূপম। তিনি হলেন জেমস। সম্প্রতি কনসার্টের মাঝে ব্যাকস্টেজে দেখা হয় তাঁদের। সেখানেই কথাবার্তার হয় দুই রকস্টারের। তাঁদের সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত। 


সেই ছবি পোস্ট করে রূপম লেখেন, 'গতকালের সন্ধে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।' সেই পোস্টের কমেন্ট বক্সে রূপসা লেখেন, সচরাচর জেমসের মুখে এই হাসি দেখা যায় না। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)