নিজস্ব প্রতিবেদন: সোমবার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে আসেন জনপ্রিয় শিল্পী কেকে(KK)। কলকাতায় কেকে-র অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা দেখা যায় সোশ্যাল মিডিয়ায়(Social Media)। এমনকী অনুষ্ঠানের পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে কনসার্টের একাধিক ভিডিও। সেই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও দেখে ফেসবুকে একটি লাইভ করেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। সেই লাইভে তাঁর মন্তব্য শুনেই কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাইভে রূপঙ্কর বলেন,'কেকে দারুণ গায়ক। কিন্তু ওর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।' 


দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, 'আমাদের নিয়ে আপনারা এতো উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যেকোনও কেকে-র থেকে বেটার। আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।' 


কেকের বিরুদ্ধে কেন মেজাজ হারালেন রূপঙ্কর, হঠাৎ কেন ই বা এরকম তুলনা টানলেন? সব রাগ শ্রোতাদের উপর কেন? প্রশ্ন তুলেছেন সংগীতশিল্পী। আর সেই প্রশ্নের জবাব দিতেই নানা কটাক্ষ ধেয়ে আসছে রূপঙ্করের দিকে। সমালোচনার পরেই রূপঙ্কর ফের বলেন, 'আমি জানি, আমার এই বক্তব্য অধিকাংশ জনই বোঝেননি। কিচ্ছু করার নেই।'



আরও পড়ুন: Parineeta Banerjee: প্রয়াত সত্যজিতের ছবির অভিনেত্রী, হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)