নিজস্ব প্রতিবেদন: বাহুবলীর পর প্রভাসের প্রথম ছবি সাহো। তাই আপাতত 'সাহো' জ্বরে কাঁপছেন প্রভাসপ্রেমীরা। ৩০ অগস্ট, শুক্রবারই মুক্তি পাচ্ছে প্রভাস-শ্রদ্ধা জুটির 'সাহো'। বানিজ্য বিশ্লেষকরা মনে করছেন, 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'-এর বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে যাবে প্রভাস-শ্রদ্ধা জুটির 'সাহো'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিনেমা ও বানিজ্য বিশ্লেষ গিরীশ জোহরের কথায়, তাঁদের 'সাহো' ট্রেলার যেভাবে সিনেমাপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে, তাতে সাহোর এমন বক্স অফিস কালেকশন আশাতীতই ছিল। জানা যাচ্ছে, মুক্তির আগেই 'সাহো'র বক্স অফিস কালেকশন ১৫-২০ কোটি টাকা। ছুটির দিন ছাড়া 'সাহো'র এধরনের বক্স অফিস কালেকশন আশা জাগাচ্ছে ফিল্ম নির্মাতাদের মধ্যে। যদিও গিরীশ জোহরের কথায়, 'সাহো'র সঙ্গে 'বাহুবলী'র তুলনা করা এক্কেবারেই বোকামো হবে, কারণ দুটি ছবি এক্কেবারেই ভিন্ন ধারার। বানিজ্য বিশ্লেষকদের কথায়, ছবি মুক্তির প্রথম দিনেই তেলুগু ভাষায় ১৫ কোটি, তামিলে ১৫ কোটি, মালায়লমে ৩-৫ কোটি এবং অন্যান্য ভাষা মিলেয়ে 'সাহো'র মোট ব্যবসার পরিমান ৬--৭০ কোটি টাকা হতে চলেছে। 


আরও পড়ুন-দু কলিতে মন ভরছে না? শুনে নিন রানুদির গাওয়া হিমেশের ছবির পুরো গান


এদিকে প্রভাস জ্বরে কাবু, হায়দরাবাদ শহরে ঝোলানো হয়েছে প্রভাসেক ১০০ ফুটের একটি কাট আউট। যেটা ছবি মুক্তির দিন দুধ দিয়ে পুজো করেছেন প্রভাস ভক্তরা।



সব মিলিয়ে 'সাহো' নিয়ে আশা জাগাচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। 


আরও পড়ুন-স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের ছবিতে কেন কাজ করতে চান না? খোলসা করলেন বিদ্যা