নিজস্ব প্রতিবেদন: 'বাহুবলী'র পর আসছে প্রভাসের ছবি 'সাহো'। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন প্রভাস। ইতিমধ্যেই সাহোর টিজার সিনেমাপ্রেমীদের মন কেড়েছে। বিশেষ করে টিজারে প্রভাসের স্টান্ট এবং তাঁর আর শ্রদ্ধার রসায়ন বেশ পছন্দ হয়েছে সকলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খুব শীঘ্রই সামনে আসতে চলেছে 'সাহো' ছবি থেকে প্রভাস-শ্রদ্ধা সাইকো সাঁইয়া গানটি। সেখানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে বাহুবলী তারকার রসায়ন ঠিক কতটা জমতে পারে তারই আভাস পাওয়া গেল সাইকো সাঁইয়া গানের টিজারে। 


আরও পড়ুন-কৃষ্ণসার হত্যা মামলায় জামিন বাতিল হতে পারে সলমনের


প্রসঙ্গত, এই ছবিতে স্টান্ট কোরিওগ্রাফি করেছেন কেনি বেটস্, পেন ঝ্যাং, ধিলিপ সুব্বারায়ণ, স্টান্ট সিলভা, স্টিফান, বব ব্রাউন এবং রাম-লক্ষ্মণ-এর মতো নামকরা অ্যাকশন কোরিওগ্রাফাররা। জানা যাচ্ছে, ছবিতে প্রভাস ও শ্রদ্ধাতে দুজনকেই হাই অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। যার ইঙ্গিত কিছুটা 'সাহো' টিজারে পাওয়া গিয়েছে।


আরও পড়ুন-নুসরতের বিয়েতে কীভাবে সাজব, পরিকল্পনা আগেই করেছিলাম : মিমি



এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে অভিষেক হতে চলেছে শ্রদ্ধা কাপুরের। তাঁর বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর। 'সাহো'তে শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন বলি অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন, মুরালি শর্মা এবং চাঙ্কি পান্ডে, মহেশ মাঞ্জরেকরের মতো অভিনেতারা। এই ছবিতে প্রধান আকর্ষণ হলেন 'বাহুবলী' খ্যত অভিনেতা প্রভাস। 'বাহুবলী' সুপার হিট হওয়ার পর আরও একবার বড় পর্দায় প্রভাসকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।


এই ছবির পরিচালনা করেছেন সুজিত এবং প্রযোজনা করেছেন ভামসি ও প্রমোদ। 'সাহো' মুক্তি পাবে ১৫ আগস্ট।। 


আরও পড়ুন-নুসরতের রিসেপশনে হাজির টলি পাড়ার তারকারা, দেখুন কে কে ছিলেন...