জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিনোদন জগতে ফের এল দুঃসংবাদ৷ মাত্র ১৫ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় শিশু শিল্পী শচীন পারিয়ার। হাসপাতাল সূত্রে খবর,  বৃহস্পতিবার সকাল ১০টা ৪৯ মিনিটে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Manmohan Singh: অবশেষে মিলছে জমি, কোথায় তৈরি হবে মনমোহন সিং-এর স্মৃতিসৌধ?


পারিয়ার গান এবং মিউজিক ভিডিয়োর জন্য খ্যাতি অর্জন করেছিলেন। 'বার কো ছায়ানলে' গানটিতে তার গলাও যেমন শুনতে পাই, তেমনি গানটিতে তার অসাধারণ অভিনয়ও নজর কেড়েছে। 'ওথা খোলারা' গানের মিউজিক ভিডিয়োতে তার কণ্ঠ এবং অভিনয় উভয়ই প্রশংসনীয়৷  ইউটিউবে ভিউ ১৯ মিলিয়ানেরও বেশি। এছাড়াও অস্মিতা অধিকারীর সঙ্গে তার গাওয়া 'কে ছা রা হুজুর' গানেও দারুণ সাফল্য পেয়েছিলেন।  



গত কয়েকদিন ধরেই তার পরিবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল। তাঁর বাবা তেজেন্দ্র পারিয়ার এর আগেও তার শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করেছিলেন। বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানানো হয়েছে  পারিয়ার বিভিন্ন রকমের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে। পারিয়া জন্মের সময় থেকেই জটিল রোগে আক্রান্ত৷ 


আরও পড়ুন- Shah Rukh Khan | Pushpa 2: 'পুষ্পা'র অফার ফিরিয়ে হাত কামড়াচ্ছেন শাহরুখ! নিজমুখেই স্বীকার কিংখানের... 


চিকিৎসকের পরামর্শ মেনে না চলায় বারংবার তাকে হাসপাতালে অসুস্থ হতে হয়েছে। তবে ২৮ ডিসেম্বর জ্বর হয় এবং খিঁচুনি ওঠে শরীরে। তার জেরেই জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ও একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রতঙ্গ তার বিকল হয়ে যায় এবং রক্তপাত ঘটে এর জেরেই তার মৃত্যু ঘটে।


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)