নিজস্ব প্রতিবেদন : ​আগামী ২৮ অগাস্ট মুক্তি পাচ্ছে সড়ক টু। ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে মহেশ ভাটের এই সিনেমা। ছবি মুক্তির আগে সোমবার বুধবার প্রকাশ্যে আসে সড়ক টু-এর ট্রেলার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রভাব যে সড়ক টু-এর উপর জমিয়ে পড়তে শুরু করেছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন দর্শকদের একাংশ। সেই কারণেই ট্রেলার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই 'ডিসলাইকের' সংখ্যা বাড়তে শুরু করে হু হু করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : সুশান্তের মৃত্যুর রহস্যের জট খুলতে চাই সিবিআই তদন্ত, দাবিতে অনড় কঙ্গনা


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


সুশান্তের মৃত্যুর পর রাগ, ক্ষোভ যে মহেশ ভাটের সিনেমার উপর প্রয়াত অভিনেতার অনুগামীরা প্রকাশ করতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট। তবে সড়ক টু নিয়ে দর্শকরা যতই রাগে ফুঁসতে শুরু করুন না কেন, তাঁদের ধন্যবাদ জানান পূজা ভাট। সড়ক টু নিয়ে বিতর্কের মাঝেই এবার আলিয়া শেয়ার করলেন নতুন ভিডিয়ো। যেখানে আদিত্য রয় কাপুরের সঙ্গে আলিয়ার চুম্বনরত আলিয়াকে দেখা যাচ্ছে। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সড়ক টু-এর এক খণ্ড টুকরো তুলে দিয়েছেন। 


আরও পড়ুন  : সড়ক টু-তে 'ডিসলাইক'-এর ঝড়, কী বললেন মহেশ-কন্যা পূজা ভাট


আলিয়ার ওই ভিডিয়োর খণ্ডচিত্র প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।