নিজস্ব প্রতিবেদন: হরিয়ানার গুরগাঁও জেলা (বর্তমান নাম গুরুগ্রাম) থেকে ২৬ কিলোমিটার দূরে রয়েছে পতৌদি শহর। সেই শহরের সংলগ্ন মোট ৪০ টি গ্রামও রয়েছে। যেগুলি ব্রিটিশ ভারতের সময় পতৌদি রাজ্য বলেই পরিচিত ছিল। যে রাজ্য একসময় ব্রিটিশরা পতৌদির প্রথম নবাব ফাইজ তালাব খানকে উপহার দিয়েছিল। যে পতৌদি বংশের বর্তমান উত্তরাধিকার সইফ আলি খান। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে পতৌদি প্রাসাদে সময় কাটাতে যেতে দেখা যায় সইফকে। সঙ্গে যান করিনা আর ছোট্ট তৈমুরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মল্লিকা শেরাওয়াতকে এভাবে দেখলে চিনতেই পারবেন না...



সইফ নিজেই গ্রামের এক বাসিন্দাকে বলেন, দিদি আপনার বাড়ির পোষ্য গরু দেখতে এসেছে ও (তৈমুর)। ছোট্ট তৈমুর যে গাজর খেতে ভীষণ পছন্দ করে সেকথাও এক বাসিন্দাকে জানান করিনা। তৈমুরের খাওয়ার জন্য তাঁদের কাছ থেকে গাজর চেয়েও নেন বেবো।


আরও পড়ুন-সুন্দর হতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন? মুখ খুললেন সারা



এক জায়গায় তৈমুরকে বসিয়ে নিজের হাতে জুতো পরিয়ে দিতেও দেখা যায় করিনাকে।


আরও পড়ুন-৩৫ এ পা, শ্রেয়া ঘোষাল সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?




প্রসঙ্গত, পতৌদি প্রাসাদের আরও একটি নাম হল ইব্রাহিম কোঠি। এটি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই প্রাসাদেই তাজ হোটেল চালানো হত। পরবর্তী কালে থেকে প্রসাদটি নিজেদের হেফাজতে নেন সইফ। নতুন করে এটি সাজিয়ে গুছিয়ে তোলন। বর্তমানে মাঝে মধ্যেই ছুটি কাটাতে পতৌদি প্রাসাদে যেতে দেখা যায় সইফের পরিবারকে।


আরও পড়ুন-বাংলার ফুটবলার কুসুমিতা দাসের গল্প বলবে 'কুসুমিতার গপ্পো'