ওয়েব ডেস্ক: ঈদে মুক্তি প্রাপ্ত বলিউড ভাইজান সলমন খানের অন্যান্য ছবির তুলনায় তাঁর নতুন ছবি টিউবলাইট অতোটা ভালো ব্যবসা করতে পারেনি। তবে খুব বেশি পিছিয়েও নেই। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে টিউবলাইট । সলমন খানের অন্যান্য ছবি ঈদের আগেই ১০০ কোটিক ক্লাবে পৌঁছে যায়। অর্থাত্‌ ১০০ কোটির ব্যবসা করে ফেলে। তবে টিউবলাইট মুক্তির ৭ দিনের মাথায় গিয়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছল। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ৭ দিনে ১০৬.৮৬ কোটির ব্যবসা করল এই ছবি।


GST-র প্রভাবে কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমছে, পুরো তালিকা দেখে নিন


গ্রাহকদের জন্য দারুণ অফার ভোডাফোনের