ওয়েব ডেস্ক: সারাদেশে ২৫ আগস্ট পালিত হয়ে গেল গণেশ চতুর্থী উত্‌সব। প্রত্যেক বছর বলিউড সুপারস্টার সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জাঁকজমকের সঙ্গে পালিত হয় গণপতি উত্‌সব। বলিউডের বড় বড় তারকারা এদিন ভাইজানের বাড়িতে আসেন। এবছরও তার অন্যথা হয়নি। তবে, এবছর সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, গণেশ চতুর্থী সেলিব্রেশন হল তাঁর বোন অর্পিতা খান শর্মা –র বাড়িতে। সল্লু ভাই এবছর উত্‌সবে বোনের বাড়িতে কাটালেন। সঙ্গে হাজির থাকলেন বলিউডের অন্যান্য তারকারাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলমন খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাঁর গণেশ উত্‌সবের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দেখে নিন সেই ছবিগুলি। কীভাবে এবছর গণেশ উত্‌সব সেলিব্রেট করলেন তাঁরা।