Father’s Day : এক ফ্রেমে লেন্সবন্দি Khan- পরিবারের বাবারা
পিতৃ দিবস উপলক্ষে এক হয়েছিলেন `খান` পরিবারের সব বাবারা।
নিজস্ব প্রতিবেদন : ২০, জুন রবিবার ছিল বিশ্ব পিতৃ দিবস (Father’s Day)। আর এই উপলক্ষেই এক হয়েছিলেন 'খান' পরিবারের সব বাবারা। সঙ্গে ছিলেন সলমন খানও (Salman Khan)। সেই ছবি উঠে এসেছে আরবাজ খানের সোশ্যাল মিডিয়ায়র পাতায়।
ছবিতে দেখা যাচ্ছে খান পরিবারে এই বাবাদের কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার সেলিম খান। তাঁকে ঘিরে ছিলেন তাঁর তিন ছেলে ও জামাই। ছিলেন আরবাজ খান (Arbaaz Khan), সোহেল খান (Sohail Khan), ও সলমন খান ( Salman Khan)। ছিলেন সেলিম খানের মেয়ে আলভিরা খান অগ্নিহোত্রীর স্বামী অতুল অগ্নিহোত্রী। দেখা গেল আরবাজ, সোহেল ও আলভিরার তিন ছেলে আরহান খান, নির্বান খান এবং আয়ান অগ্নিহোত্রীকে।
আরও পড়ুন-২০২১: সম্পর্ক ভাঙার-গড়ার গুঞ্জনে টলি তারকারা, দেখুন কে কে রয়েছে তালিকায়
যদিও এই ছবিতে কোথাও যেন একটা খামতি থেকে গিয়েছে। এখানে দেখা গেল না অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মা ও তাঁর দুই ছেলেমেয়েকে। তবে কিছু নেটিজেনের প্রশ্ন খান পরিবারের বাবাদের মধ্যে সলমন খান (Salman Khan) কী করছেন? তিনি তো বিয়েও করেননি, আর বাবাও হননি। তবে সলমনের নিজের সন্তান না থাকলেও পরিবারের সমস্ত বাচ্চাদের তিনি সন্তান স্নেহেই বড় করছেন। তাই খান পরিবারের বাবাদের থেকে থেকে তিনিও কোনও অংশ কম নন।