নিজস্ব প্রতিবেদন: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। যানজটের জ্বালায় নাজেহাল অবস্থা মুম্বইবাসীর। এক জায়গা থেকে অন্য জায়গা গাড়ি করে যেতেই লেগে যাচ্ছে বহু সময়। তাই যানজট এড়িয়ে 'দাবাং থ্রি'র শ্যুটিং সেটে পৌঁছতে সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন সলমন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলমনের কাছে খবর পৌঁছোয় দাবাং থ্রির শ্যুটিং যেখানে হচ্ছে, সেই রাস্তায় ভয়ানক জ্যাম। সঠিক সময় সেটে পৌঁছনো একপ্রকার অসম্ভব। অথচ সল্লুকে নির্দিষ্ট সময়ে শ্যুটিং সেটে পৌঁছতেই হত। অগত্যা তাই সাইকেলই ভরসা। সাইকেল চালিয়ে শ্যুটিং সেটে পৌঁছনোর ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাইজান। যেখানে সলমনকে মাথায় একটা টুপি পরে সিলভার রঙের সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে।


আরও পড়ুন-ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেই বালাজি মন্দিরে পুজো দিলেন ঋষি কাপুর


ভিডিয়োটা যে সলমনের পিছনে থাকা নিরাপত্তারক্ষীরা শ্যুট করেছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ভিডিয়োটা পোস্টও করা হয়েছে এডিট করার পরেই। রাস্তায় যেতে যেতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় ভাইজানকে। 



তবে এই প্রথম নয়, এর আগে সলমনের নিজের স্বেচ্ছাসেবী সংস্থা 'বিয়িং হিউম্যান' প্রমোশনেও বহুবার সাইকেল চালাতে দেখা গেছে সলমনকে।



প্রসঙ্গত সলমন যে সাইকেলটি চালিয়েছেন সেই সাইকেলের দাম ৪৭ হাজার টাকা।


আরও পড়ুন-ইসরোর জন্য গর্ব হয়, চন্দ্রযান ৩ এর স্বপ্ন দেখছে বলিউড