নিজস্ব প্রতিবেদন : জামিনে মুক্ত থাকাকালীন প্রয়োজনে দেশ ছেড়ে বিদেশে যেতে পারবেন সলমন খান। জামিনে মুক্ত থাকাকালীন বিদেশে গিয়ে নিজে কাজ সারতে পারবেন সলমন। হরিণ শিকার মামলায় যোধপুর আদালতের তরফে এবার এমনই জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : প্রাক্তনের সঙ্গে সুস্মিতা, ফের ভাইরাল বাঙালি অভিনেত্রীর ছবি


জানা যাচ্ছে, জামিনে মুক্ত হওয়ার পর সম্প্রতি মুম্বইতে ফেরেন সলমন খান। কিন্তু, আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনে থাকাকালীন দেশের বাইরে যেতে পারবেন না বলে জানানো হয় সলমন খান-কে। এরপর ফের আদালতের দ্বারস্থ হন সলমন খান। কাজের প্রয়োজনে যাতে তিনি দেশের বাইরে যেতে পারেন, সেই অনুমতি চেয়ে করা হয় আবেদন। সেই অনুযায়ী মঙ্গলবার যোধপুর আদালতের তরফে জানানো হয়, প্রয়োজনে এবার বিদেশে যেতে পারবেন বলিউড ‘ভাইজান’।


আরও পড়ুন : বিয়ের পর কি দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিচ্ছেন সোনাম কাপুর!


প্রসঙ্গত, বর্তমানে ‘রেস থ্রি’-র শুটিং করছেন সলমন খান। দুবাই থেকে শুটিং সেরে সম্প্রতি মুম্বই ফেরেন তিনি। ‘রেস থ্রি’-র পাশাপাশি ‘ভরত’-এর শুটিংও শুরু করেছেন সলমন। সবকিছু মিলিয়ে হরিণ শিকার মামলায় বর্তমানে জামিনে মুক্ত হয়ে, এক নাগাড়ে শুটিং শেষ করছেন সলমন খান।