নিজস্ব প্রতিবেদন :​ মালেগাঁওয়ে ৫০ মহিলা শ্রমিকের পাশে দাঁড়ালেন সলমন খান। করোনা ভাইরাসের জেরে গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় মুম্বইয়র মালেগাঁওয়ে আটকে পড়েন ৫০ জন মহিলা শ্রমিক। তাঁদের মধ্যেই একজন হঠাত করে সলমনের সংস্থা বিয়িং হিউম্যানে ফোন করো গোটা ঘটনার কথা জানান। সমস্ত ঘটনা শোনার পর ওই ৫০ জনের পাশে দাঁডানোর সিদ্ধান্ত নেনে বলিউড ভাইজান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :​ বন্দি পানভেলে, বিলাসবহুল বাগান বাড়িতে কী করছেন সলমন দেখুন
মালেগাঁওয়ের ওই ৫০ জন মহিলাকে সাহায্য করা হবে বিয়িং হিউম্যানের তরফে জানানো হয়। শুধু তাই নয়, কেউ বিপদে পড়লে, ভাইজান যে সব সময় তাঁদের পাশে দাঁড়ান, তা স্পষ্ট করে জানিয়ে দেন সলমনের ম্যানেজার। 


আরও পড়ুন :​ গেন্দা ফুলে মোনালিসার নাচ, ভাইরাল বাঙালি-কন্যার ভিডিয়ো
প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার পরই মুম্বই পিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিক পরিবারর পাশে দাঁড়ান সলমন খান। দায়িত্ব নেন তাঁদের ভরনপোষণের। এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েক হাজার শ্রমিকের অ্যাকাউন্টে ৩ হাজার করে পারিশ্রমিক দেন সলমন। লকডাউন চললে আগামী মাসেও ওই শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে জানানো হয় সলমনের ম্যানেজারের তরফে।