`সুলতান` এবার রিও অলিম্পিকে
নতুন ভূমিকায় সল্লু মিঞা। সিনেমার পর্দা ছেড়ে `সুলতান` এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে। তাও আবার যেমন তেমন কিছুতে নয়, মশাল হাতে হাঁটবেন অলম্পিকে।
ওয়েব ডেস্ক: নতুন ভূমিকায় সল্লু মিঞা। সিনেমার পর্দা ছেড়ে 'সুলতান' এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে। তাও আবার যেমন তেমন কিছুতে নয়, মশাল হাতে হাঁটবেন অলম্পিকে। হ্যাঁ, ভারতের হয়ে রিও অলিম্পিকে 'গুড উইল অ্যাম্বাসাডর' হচ্ছেন সলমন খান। এখনও সরকারী ঘোষণা না হলেও খুব শিগগিরই শোনা যাবে এই নাম।
উল্লেখ্য, গ্রীসে জ্বলে উঠেছে অলিম্পিকের মশাল। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখন বাকি শুধু অপেক্ষা। ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে শুরু হবে ২০১৬ সামার অলিম্পিক। ভারতের হয়ে বিভিন্ন বিভাগে অংশ নেবেন ৭৫ জন প্রতিযোগী।