নিজস্ব প্রতিবেদন: বলিউড (Bollywood) জুড়ে বিয়ের মরসুম। সম্প্রতি বিয়ে করলেন অভিনেতা রাজকুমার রাও(Rajkummar Rao) ও পত্রলেখা(Patralekhaa)। আগামী মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁদের বিয়ে ঘিরে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। ইতিমধ্যেই জানা গেছে, বিয়ের আসর বসতে চলেছে জয়পুরে (Jaipur)। আগামী ৭-১২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইনার করা লেহেঙ্গায় সাজবেন ক্যাট। ইতিমধ্যেই বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। কিন্ত ক্যাটের বিয়েতে কি উপস্থিত থাকছেন সলমন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলমন খান (Salman Kahan)  ও ক্যাটরিনা কাইফের প্রেমকাহিনি সকলেরই জানা। তবে সলমনের অন্যান্য বান্ধবীদের মতো প্রেমের সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করেননি সল্লু। প্রেম ভাঙার পরও একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন তাঁরা। এমনকি বর্তমানেও তাঁদের টাইগার থ্রি রয়েছে মুক্তির অপেক্ষায়। একে অপরকে সম্মান করেন তাঁরা দুজনে। সেখান থেকেই শুরু হয়েছিল তাহলে কি ক্যাটের বিয়েতে হাজির থাকবেন বলিউডের ভাইজান! কিন্তু সূত্রের খবরে জানা যায়, বিয়ের আমন্ত্রিতের তালিকায় নাম নেই সলমনের। 


আরও পড়ুন: Raj-Shilpa: ফের FIR দায়ের রাজ ও শিল্পার নামে, আর্থিক প্রতারণার অভিযোগ দম্পতির বিরুদ্ধে


এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা ও ভিকির বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন  করণ জোহর (Karan Johar), আলি আব্বাস ঝাফর, কবীর খান(Kabir Khan), মিনি মাথুর, রোহিত শেট্টি (Rohit Shetty), সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), কিয়ারা আদবানী,(Kiara Advani) বরুণ ধাওয়ান (Varun Dhawan), নাতাশা দালাল সহ আরও অনেক তারকা। সেই তালিকায় নেই সমলন খানের নাম। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)