নিজস্ব প্রতিবেদন: কন্যাসম ভাগ্নী আয়াতকে আদরে ভরিয়ে দিচ্ছেন সলমন খান। ছোট্ট আয়াতের মুখে মুখ দিয়ে চুমু খাচ্ছেন, তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন সল্লু। নিজের ইনস্টাগ্রামে এমনই একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্পিতার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুধু সলমনই যে ছোট্ট আয়াতকে চুমু দিচ্ছেন তা নয়, পাল্টা আয়াতও যেন মামুকে আদরে ভরিয়ে দিতে চাই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমন ও ভাগ্নী আয়াতের সুন্দর এই ভিডিয়োটি।


আরও পড়ুন-হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে বেপরোয়া কোয়েল! কী এমন ঘটল?



নিজে বিয়ে করেননি, বাবা হননি, তবে তা কী! ভাই-বোনের সন্তানদেরই সন্তান স্নেহে বড় করছেন সলমন খান। গত ২৭ ডিসেম্বর সলমনের জন্মদিনেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সলমনের আদরের বোন অর্পিতা। এই সন্তানকে তিনি তাঁর দাদাকে উপহার হিসাবে দিয়েছেন বলেই জানিয়েছিলেন অর্পিতা। তাই অর্পিতার মেয়ে অর্থাৎ ভাগ্নী আয়াত যে সলমনের কতটা কাছের হবে তা আলাদা করে না বললেও চলে। তবে শুধু আয়াতই নয়, ভাগ্নে আহিলকেও সলমন যে কতটা ভালোবাসেন, তা সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নানান ভিডিও ছবিতে বহুবার উঠে এসেছে। 


আরও পড়ুন-ভাড়া বাড়িতে থাকতেন, নিজের শহরে এবার বাংলো কিনলেন নেহা কক্কর