জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সামান্থার। তারপরে মানসিকভাবে ভেঙে পড়েন দক্ষিণী সুন্দরী। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফের কাজে ফিরেছেন। সম্প্রতি অভিনেত্রী বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন। রুশো ব্রাদার্স- জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজে দেখা যাবে তাঁদের। ইতোমধ্যেই বরুণ-সামান্থা দুজনেই কোমর বেঁধে নেমে পড়েছেন ওয়েব সিরিজের প্রচারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি দুই তারকাকে সিরিজের প্রচারে দেখা গিয়েছে। সেখানেই বরুণকে তাঁর কন্যা সন্তান হওয়ার প্রসঙ্গে কথা ওঠে। অভিনেতা জানান, বিয়ের পর এমন একটা সময় আসে যখন তিনি নাতাশার সঙ্গে পরিবার পরিকল্পনা করা শুরু করেন। সেই সময়ই আমি এই সিরিজের বানি চরিত্রের সঙ্গে যুক্ত হয়। বরুণ বলেন, 'আমি আর নাতাশা এমন একটি সময় দিয়ে গিয়েছিলাম, যখন আমরা আমাদের পরিবার শুরু করতে চেয়েছিলাম। একদিকে, আমি সেই সময়ে বানি চরিত্রে কাজ করছিলাম, অন্যদিকে পরিবার শুরু করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। এখন আমার এক ফুটফুটে মেয়ে আছে। তাঁকে রক্ষা করার জন্য আমি যেকোনও পর্যায়ে যেতে পারি।'


আরও পড়ুন:KL Rahul-Athiya Shetty: আথিয়া-রাহুলের সংসারে নতুন অতিথি! কবে দাদু হচ্ছেন সুনীল শেট্টি?


বরুণের এই কথাগুলির সময় নেটিজেনদের সবথেকে বেশি নজর গিয়েছে সামান্থার দিকে। অনেকেই লক্ষ্য করেছেন যে, ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা উঠতেই সামান্থার মুখ কাঁদোকাঁদো হয়ে যায়। কয়েক মিনিটের জন্য অভিনেত্রী যেন অন্য চিন্তায় হারিয়ে গিয়েছেন। সামান্থার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। অনেকেই মন্তব্য করেন, 'তিনি শুধু চিত্‍কার করে কাঁদতে চান।' একজন লেখেন, 'ইন্টারভিউয়ের এই অংশটি দেখে আমার মন ভেঙে গিয়েছে।' 



উল্লেখ্য, সামান্থা এবং চৈতন্য বেশ কয়েক বছর ধরে ডেটিং করার পরে ২০১৭ সালে বাগদান করেছিলেন। ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন। ২০২৪ সালেই তারা বিচ্ছেদের ঘোষণা করেন। চলতি বছর জানা গিয়েছে নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার বিয়ে করবেন। তবে এখনও বিয়ের তারিখ ঘোষণা করেননি দুই তারকা। 


 



 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)