নিজস্ব প্রতিবেদন : প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। সাহিত্যিককে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলেই জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 চিকিৎসকরা জানাচ্ছেন, গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যা রয়েছে সমরেশ মজুমদারের (Samaresh Majumdar)। ২০১২ সালেও তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময়ও তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তাঁকে ICU-তে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসকরা।


প্রসঙ্গত ঔপন্যাসিক হিসাবে বহুবছর ধরে বাংলার পাঠক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। বেশকিছু জনপ্রিয় টিভি ধারাবাহিকের কাহিনীও তাঁর লেখা। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)