এবার শীতে বলিউডের `উষ্ণতম` সিনেমার পোস্টার রিলিজ (ছবিতে)
বলিউড ফের ইরোটিক থ্রিলার। হেট স্টোরি টু, হেট স্টোরি থ্রি-র বক্স অফিস সাফল্যের পর এবার পরিচালক বিশাল পান্ধের ইরোটিক থ্রিলার ভিত্তিক নতুন সিনেমা। বিশালের দাবি, এটাই বলিউডের উষ্ণতম সিনেমা হতে চলেছে। সিনেমার নাম `ওয়াজা তুম হো` (Wajah Tum Ho)। সিনেমাটিতে অভিনয় করেছেন সানা খান, শরমন যোশি, গুরমিত চৌধুরী, রজনীশ চৌধুরী। সিনেমাটি রিলিজ করবে ২ ডিসেম্বর।
ওয়েব ডেস্ক: বলিউড ফের ইরোটিক থ্রিলার। হেট স্টোরি টু, হেট স্টোরি থ্রি-র বক্স অফিস সাফল্যের পর এবার পরিচালক বিশাল পান্ধের ইরোটিক থ্রিলার ভিত্তিক নতুন সিনেমা। বিশালের দাবি, এটাই বলিউডের উষ্ণতম সিনেমা হতে চলেছে। সিনেমার নাম 'ওয়াজা তুম হো' (Wajah Tum Ho)। সিনেমাটিতে অভিনয় করেছেন সানা খান, শরমন যোশি, গুরমিত চৌধুরী, রজনীশ চৌধুরী। সিনেমাটি রিলিজ করবে ২ ডিসেম্বর।
সিনেমার প্রথম পোস্টারটি রিলিজ করলেন পরিচালক বিশাল। পোস্টারেই ইঙ্গিত ঠিক কী ধরনের সিনেমা হতে চলে বিশালের এই নতুন উদ্যোগ। আগামিকাল, শুক্রবার ছবির ট্রেলর প্রকাশ। ট্রেলর প্রকাশের আগে ছবির গল্প নিয়ে কিছুতেই ভাঙতে চান না কেউ। তবে এটা জানা গিয়েছে সানা এই সিনেমায় আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। একাধিক নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সলমনের হাত ধরে বলিউডে আসা সানাকে।