Sandhya Mukhopadhyay Died: বড় ক্ষতি! বুধবার বিকেল পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ: ইন্দ্রনীল সেন
যথাযোগ্য মর্যাদায় শিল্পীর শেষযাত্রার আয়োজন করছে রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকস্তব্ধ আপামোর বাঙালি। শিল্পীর মৃত্যুতে ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় শিল্পীর দেহ। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে
সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সংগীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, "সন্ধ্যাদি যে নেই বুঝতেই পারছি না। ওনার সঙ্গে একটা আলাদা যোগাযোগ ছিল। প্রত্যেক শিল্পীকে ভালবাসতেন। খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছি। আমি কোচবিহারে রয়েছি। কাল সকালের মধ্যে পৌঁছে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও একই ভাবে ওনাকে ভালবাসতেন। উনিও কাল পৌঁছচ্ছেন। শেষ যাত্রায় হয়ত শারীরিক ভাবে থাকব। কিন্তু ওনার গান বিশ্বজুড়ে আমাদের চলার সাথী হয়ে থাকবে। ওনার আত্মার শান্তি কামনা করি। বড় ক্ষতি।" তিনি আরও জানান, বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) দেহ। আপামোর মানুষ সেখানে উপস্থিত থাকবেন। বাংলার শ্রোতারাও সেখানে পৌঁছবেন। মুখ্যমন্ত্রীও সেখানে যাবেন। মুখ্যমন্ত্রী পুরোটাই দেখভাল করছেন।
সংগীত শিল্পী সৈকত মিত্র বলেন, "সংগীত জগত শূন্য হয়ে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায়কে বাংলা সঙ্গীত জগতে আবদ্ধ রাখা যায় না। উনি ঠিক হয়ে উঠছিলেন। হঠাৎ করে এই খবর শুনে কী বলব বুঝতে পারছি না। সন্ধ্য়া পিসিকে ছোটবেলা থেকে দেখেছি। বয়স বাড়লেও, একই রকমের ছিলেন। আমাদের ফোনে কথা হত। এই প্রজন্মের আমি হয়ত একমাত্র শিল্পী যিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে একটা ডুয়েট গেয়েছিলাম। উনি বটগাছের মতো ছিলেন।" শোকতস্তব্ধ শিল্পী অভিজিৎ। তিনি বলেন, "লতাজি, সন্ধ্যা মুখোপাধ্যারা ভারতরত্ন নন, এনারা বিশ্বরত্ন। লতাজি, সন্ধ্যাজি অমরশিল্পী। আমাকে বলেছিলেন 'তুমি মিষ্টি গাও'। উনি একজন ভগবান, সরস্বতী।" শিল্পী রাঘব চট্টোপাধ্য়ায় বলেন, "এই আঘাত কীভাবে সহ্য করা যায়। আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে সম্পর্ক ছিল। কথা বলেই রাগ নিয়ে আলোচনা করতেন। বাড়ির সকলের খোঁজ নিতেন। এ এক অপূরণীয় ক্ষতি।"
আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: সাফল্যের পরেও কী কারণে মুম্বই ছেড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়?