Sandhya Mukhopadhyay Died: `লতাজি আর দিদিভাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে খুব ভাব ছিল`
`দিদিভাই বলে ডাকতাম`, শোকস্তব্ধ বিশ্বজিৎ, কয়েকদিন আগেও কথা হয়েছে: সাবিত্রী
নিজস্ব প্রতিবেদন: 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকস্তব্ধ গোটা সাংস্কৃতিক জগত। শোকজ্ঞাপন করেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee), অভিনেতা সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) বলেন, "ওনাকে দিদিভাই বলে ডাকতাম। মাঝে মধ্যেই দিদিভাইয়ের খবর নিতাম। সব সময় ওনার আরোগ্য কামনা করছিলাম। লতাজি এবং দিদিভাই সন্ধ্য়া মুখোপাধ্য়ায়ের মধ্যে খুব ভাব ছিল। কম সময়ের মধ্য়ে দু'জনে চলে গেলেন। আমার প্রথম ছবি মায়ামৃগতে সন্ধ্য়া রায়ের লিপে গান উনি গেয়েছিলেন। মুম্বইয়ে বিনামূল্যে অনুষ্ঠানও করেছিলেন। উনি যখন শাস্ত্রিয় সংগীত গাইতেন তখন অন্য আওয়াজ। আবার যখন প্লেব্যাক করতেন তখন অন্য আওয়াজ। এত মিষ্টি, অমায়িক ব্যবহার ভাবা যায় না। ওনার পদ্মশ্রীর থেকে অনেক বেশি সম্মান পাওয়া উচিত ছিল। বাংলা, ভারতে যতদিন সংগীত থাকবে, ততদিন উনি থাকবেন। যাঁরা গান ভালবাসেন তাঁরা সন্ধ্যা মুখোপাধ্যায়কে মনে রাখবেন। উনি অমর। ওনার পরিবারকে সমবেদনা জানাই। সংগীত জগত এই অভাব পূরণ করতে পারবে না।"
অভিনেতা সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) bnsv, "সরস্বতীরা পরপর যেভাবে চলে যাচ্ছেন আমাদের আর বাঁচার উপায় নেই। ফোনে সব সময় যোগাযোগ ছিল। এত ভালবাসতেন আমাকে। অনেকবার বলেছি যাব। আর যাওয়া হয়নি। কয়েকদিন আগেও কথা হয়েছে। শত শত বছর এনাদের নাম থাকবে।"