নিজস্ব প্রতিবেদন: সুরলোকে পাড়ি দিলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্য়ায় (Sandhya Mukhopadhyay)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্য়ায় (Sandhya Mukhopadhyay)। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে শোকের ছায়া।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পণ্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajoy Chakravarthy) বলেন, "কথা বলার কোনও ভাষা নেই। কিছু মানুষ রয়েছেন যাঁরা কোনও দিন পৃথিবী থেকে যাবেন না। শরীরটা চলে গেলেও উনি চিরকাল থেকে যাবেন। কোনও কথা বলতে পারছি না।" শোকজ্ঞাপন করেছেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। তিনি বলেন, "মা সরস্বতীর কাছের দু'জন মানুষ চলে গেলেন। মাঝে মাঝেই ফোন করতেন।" 


সংগীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত (Swagatalakshmi Dasgupta) বলেন, "এখন কিছু বলা খুব কঠিন ব্যাপার। দেবী সরস্বতীকে হারালাম। লতাজি, সন্ধ্য়া মুখোপাধ্যায়কে আমি সরস্বতী বলেই মনে করি। ওনাকে আমি সন্ধ্যা মা বলে ডাকতাম। কোভিডের মধ্য়েও প্রতিদিন ১ ঘণ্টার উপর কথা বলতেন। মনে হচ্ছে দ্বিতীয়বার মাকে হারালাম।"
সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা (Hoimonti Shukla)। তিনি বলেন, "খুব খারার হল। মনটা খারাপ হয়ে গিয়েছে। ওনার ছবিটা যেন চোখের সামনে ভাসছে। অনেক ছোট ছোট শিল্পীদের খবর রাখতেন সন্ধ্যা দি।"


আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Dies: সুরের আকাশে অস্তরাগ, প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App