ওয়েব ডেস্ক : ৯০-এর দশকে তাঁকে বলিউডের ‘কুইন’ বললেও কোনও অত্যুক্তি হয় না। শাহরুখ খান থেকে আমির খান কিংবা অনিল কাপুর, কার সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তিনি। কিন্তু, কর্কট রোগের দাপটে বেশ কিছুদিন সিলভার স্ক্রিনের বাইরে ছিলেন। কিন্তু, এবার ফের বলিউডে ফিরছেন মণিষা কৈরালা। তাও আবার ‘নার্গিস দত্ত’ হয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হিনাকে ঘিরে ধরল জনতা, বিগ বসের প্রতিযোগীর চুল ধরে টান প্রকাশ্যে, দেখুন 


বি টাউনের খবর, সঞ্জয় দত্তের বায়পিকে নার্গিস হচ্ছেন মণিষা। সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় মণিষা কৈরালার নার্গিস লুক নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।


প্রসঙ্গত পরিচালক রাজকুমার হিরানির ওই সিনেমায় রণবীর কাপুর, মণিষা কৈরালার সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে দিয়া মির্জা, সোনাম কাপুর, অনুষ্কা শর্মা এবং বিকি কৌশলকে।