ওয়েব ডেস্ক: জেল থেকে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত। পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হওয়ার ৮মাস, ১৬দিন আগেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে শাস্তির কোপে পড়েন বলিউড সুপারস্টার। কিন্তু, সংশোধনাগারে থাকার সময় ভালো আচরণের জন্য, মুন্নাভাইকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। যদিও মুক্তির আগেই, এর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। অভিযোগ উঠেছে, সুপারস্টার হওয়ার সুবাদে সাজার মেয়াদ শেষের আগেই, মুক্তির জন্য তাঁকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার।


মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে ধরা পড়েন সঞ্জয়। টাডা আইনে গ্রেফতার করা হয় সঞ্জয়কে। সংশোধনাগারে থাকাকালীনও বিতর্কে জড়ান বলিউড সুপারস্টার। VIP ট্রিটমেন্ট পাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৩-র মে মাস থেকে ২০১৪-র মে মাস পর্যন্ত,  একশো আঠেরো দিন প্যারোলে মুক্ত ছিলেন তিনি। তবে, বাকি সময়টা গরাদের অন্দরেই কাটিয়েছেন সঞ্জয়। তাঁর মুক্তিতে খুশির হাওয়া বলিউডে।