ওয়েব ডেস্ক: সব ঠিক থাকলে চলতি মাসের ২৫ তারিখই মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালির ছবি 'পদ্মাবত'। রাজপুত যোদ্ধাদের বীরগাথা আর রানি পদ্মাবতীর 'জহরব্রত', সঙ্গে আলাউদ্দিন খিলজির আগ্রাসন- সব মিলিয়ে টানটান উত্তেজনার একটা রোমহর্ষক চিত্রনাট্য দেখার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে নতুন বছরের শুরতেই। খুশি সিনেপ্রেমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দীপিকার উন্মুক্ত পেট ঢাকতে ব্যস্ত বনশালি, কিন্তু কীভাবে?


কার্নিসেনার তাণ্ডব থেকে 'গেরুয়া হুমকি', এমনকী ছবির পরিচালক থেকে কুশীলবদের প্রাণনাশের ফতোয়া, সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে সিনেমার 'মুক্তি' দেখতে চলছে ভারত। যদিও এখনও পুরোপুরিভাবে শঙ্কা কাটেনি। এই ছবি মুক্তি পেলে 'জহরব্রত' পালন করার মত হুমকি দিয়ে রেখেছে রাজস্থানের মহিলারা। যেভাবে আলাউদ্দিন খিলজির লালসার হাত থেকে রেহাই পেতে আত্মাহুতি দিয়েছিলেন রানি পদ্মাবতী সেভাবেই আগুনে ঝাপ দিয়ে প্রতিবাদ জানাবেন রাজপুত মহিলারা। এসবের পরেও কিন্তু ছবি মুক্তি নিয়ে আশাবাদী পরিচালক সঞ্জয়লীলা বনশালি। 


আরও পড়ুন- 'পদ্মাবত' মুক্তিতে আগুনে ঝাঁপ দেওয়ার হুমকি রাজপুত মহিলাদের


পদ্মাবতী থেকে পদ্মাবত, ছবির নতুন নামের সঙ্গেই এবার এল নতুন পোস্টারও। সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইট করলেন পদ্মাবত ছবির নতুন পোস্টার।