নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত পরিচালক সঞ্জয়লীলা বনশালি। বন্ধ হয়ে গেল 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' শ্যুটিং। জানা যাচ্ছে, 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র শ্যুটিং সেটেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারেন্টিনে রয়েছেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই ছবির সেটে অন্যান্য কলাকুশলীদের COVID-19 টেস্ট করতে বলা হয়েছে। প্রসঙ্গত, আপাতত  'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র শ্যুটিং নিয়েই ব্যস্ত ছিলেন পরিচালক। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। তবে রণবীর কাপুর কোভিড আক্রান্ত হওয়ার পর আলিয়াও হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে খবর। যদিও ইতিমধ্যেই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়ে গিয়েছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে  'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ট্রেলার। আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছবিটির।


আরও পড়ুন-ফের বিতর্কে বনশালির সিনেমা, উঠল Gangubai Kathiawadi-র নাম বদলের দাবি



 হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস 'মাফিয়া কুইন অফ মুম্বই' অবলম্বনে তৈরি হয়েছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিটি। যেখানে উঠে আসবে মাফিয়া কুইন গাঙ্গুবাই-এর কথা। 


আরও পড়ুন-লড়াই জারি, শ্যুটিং ফ্লোরে ফিরলেন Cancer আক্রান্ত Aindrila Sharma