প্রথম দিনেই বক্স অফিসে কামাল `সঞ্জু`র, ছাড়াল ৩০ কোটির গণ্ডি
তবে ফিল্ম সমালোচকদের প্রথম দিনের অনুমান মিলে গেল!
নিজস্ব প্রতিবেদন : 'সঞ্জু'-তে রণবীর কাপুর জীবনের সেরা অভিনয় করেছেন। একথা ২৯ জন, শুক্রবার যাঁরা 'সঞ্জু' দেখতে গিয়েছেন তাঁদের অনেকেই বলেছেন। বহু ফিল্ম সমালোচকরাই সঞ্জু নিয়ে আশাবাদী। তাঁদের আশা ছিল প্রথম দিনেই সঞ্জুর ব্যবসা ৩০ কোটির গণ্ডি ছাড়াবে। আর সপ্তহ খানের মধ্যে সঞ্জু ১০০ কোটির ব্যবসা করবে বলেও আশা করেছেন তাঁর। তবে ফিল্ম সমালোচকদের প্রথম দিনের অনুমান মিলে গেল।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে 'সঞ্জু'র ব্যবসার পরিমাণ ৩৪.৭৫ কোটি টাকা। যা রণবীরের প্রথম দিনের বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙল। এর আগে রণবীরের 'বেশরম' ছবিটির ব্যবসার পরিমাণ ছিল ২১,৫৬ কোটি টাকা। তার উপর 'বেশরম' মুক্তি পেয়েছিল গান্ধী জয়ন্তির দিন। ফিল্ম সমালোচক তরণ আদর্শের আশা ছবিটি মাত্র ৩ দিনেই ১০০ কোটির গণ্ডি ছাড়াবে। প্রসঙ্গত, তরণ আদর্শ এই ছবিকে ৫ এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন।
আরও পড়ুন-'সঞ্জু'-তে উঠে এলেন সেরা রণবীর, টিকিট কাটার আগে দেখে নিন চটপট রিভিউ
বলা যেতে পারে 'সঞ্জু' সাম্প্রতিক মুক্ত পাওয়া সলমনের 'রেস থ্রি'কেও টেক্কা দিল। 'রেস থ্রি'র প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ২৯ কোটি টাকা। প্রসঙ্গত সোশ্যাল সাইটে সলমনের ভক্তরা এবিষয়ে রণবীরকে ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।
আরও পড়ুন-অনলাইনে ফাঁস রণবীরের 'সঞ্জু', সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ল সিনেমার লিঙ্ক