`সঞ্জু`-র জন্য বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন সঞ্জয় দত্ত?
পারিশ্রমিকের নিরিখে রণবীর কাপুরকে ছাপিয়ে গিয়েছেন সঞ্জয়!
নিজস্ব প্রতিবেদন : ২০০ পার করে আপাতত ৩০০ কোটির দিকে ছুটছে সঞ্জয় দত্তের ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবনী পর্দায় উঠে আসার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু জানেন কি ‘সঞ্জু’-র জন্য রণবীর কাপুরের তুলনায় বেশি অর্থ নিয়েছেন সঞ্জয় দত্ত?
আরও পড়ুন : টিনা মুনিমের সঙ্গে বিচ্ছেদ, তারপরই মাদকাসক্ত সঞ্জয় দত্ত?
রিপোর্টে প্রকাশ, ‘সঞ্জু’-র কথা শুরু হতেই প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে আলোচনায় বসে সঞ্জয় দত্তের টিম। তাঁর জীবনী সিনেমার পদে তুলে আনতে হলে ৯-১০ কোটি দিতে হবে বলে দাবি করেন সঞ্জয়। সেই সঙ্গে এই সিনেমা বক্স অফিসে যে লাভের মুখ দেখবে ‘সঞ্জু’, সেখান থেকেও একটি অংশ দাবি করা হয় বলেও খবর। সঞ্জয় দত্তের দাবি মেনেই অবশেষে প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং পরিচালক রাজকুমার হিরানি ‘সঞ্জু’-কে পর্দায় তুলে আনতে সমর্থ হন।